আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পিআইবির প্রশিক্ষণ শুরু

Spread the love

অনলাইন ডেস্ক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ব্যবস্থাপনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে দুই পর্বের ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ক্লাবের এস রহমান হলে শুক্রবার (৩১ মে) সকালে কর্মশালার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কর্মশালার রিসোর্সপারসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, রিসোর্সপারসন ও নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য আইয়ুব আলী এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এটিএম পেয়ারুল ইসলাম বলেন, অন্য যেকোনো পেশার চেয়ে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক। সাংবাদিকদের যত বেশি প্রশিক্ষণ দেওয়া যাবে তারা নিজ পেশায় তত বেশি সমৃদ্ধি লাভ করবে।

সভাপতির বক্তব্যে সালাহ্‌উদ্দিন মো. রেজা বলেন, যেকোনো পেশায় মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। সাংবাদিকদের পেশাদারত্বের উন্নয়নের জন্যও প্রশিক্ষণের বিকল্প নেই।

দেবদুলাল ভৌমিক বলেন, কর্মশালা শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করে না। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।

দুই পর্বের কর্মশালার মধ্যে রয়েছে ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ এবং দ্বিতীয় পর্বে ৩-৫ জুন মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর