আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে নাজিম মুহুরী হাটহাজারী উপজেলায় ইউনুস গণি জয়ী

Spread the love

অনলাইন ডেস্ক

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল হাটহাজারী ও ফটিকছড়িতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারীতে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী (আনারস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফটিকছড়িতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী।

গতকাল রাত ১০ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ইউনুস গণি চৌধুরী (আনারস) ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯৯২ ভোট। চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট। এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮২৯ ভোট, নুরুল আবছার (চশমা) পেয়েছেন ৮ হাজার ৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা বেগম (ফুটবল প্রতীক) ৩৩ হাজার ৭শ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি) পেয়েছেন ২৩ হাজার ৬২৭ ভোট। শারমিন আক্তার (হাঁস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৫৭৭ ভোট, এছাড়া কলস প্রতীকের মোক্তার বেগম মুক্তা ১৮ হাজার ৭৪২ ভোট পেয়েছেন।

চেয়ারম্যান পদে নাজিম উদ্দীন মুহুরী ১৭ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান) আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট। এ উপজেলায় মোট ২২ শতাংশ ভোট কাস্ট হয়।

মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান)। ফলাফল ঘোষণার পর নাজিমুদ্দিন মুহুরী বলেন, ‘জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। যদি বেঁচে থাকি, পাঁচটি বছর মানুষের ভালোবাসা নিয়ে ফটিকছড়ি উপজেলাকে স্মার্ট উপজেলা গঠন করতে চাই।’ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৪২ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৬৭ জন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সালামত উল্লাহ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সৈয়দ জাহেদ উল্লাহ কৌরাইশী পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট এবং মো: নাজিম উদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে পেয়েছে ১২ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী শারমীন আক্তার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর