আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে ৭শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করলেন আবদুল নবী খান

Spread the love

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান এবং জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আবদুল নবী খানের ব্যক্তিগত অর্থায়নে দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও অসহায় ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- সয়াবিন তেল, ছোলা, পেয়াজ, চিনি, ময়দা, খেজুর ও চিড়া।

শুক্রবার (৮ মার্চ) বিকালে দোহাজারী পৌরসভার খানবাড়ি এলাকায় তাঁর নিজ বাড়িতে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সহ-সভাপতি এসএম জামাল উদ্দিন, জসিম উদ্দিন, আবদুস সবুর খান, আবদুল গফুর খান, আবদুল করিম খান, কবি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।

উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে আব্দুল নবী খান তাঁর ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর