আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করছেন চন্দনাইশের ইউএনও মাহমুদা বেগমসহ অতিথিরা।

চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Spread the love

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৪ (বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) এবং পুরস্কার বিতরণ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম।

এ সময় চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জীবন কানাই সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও শিক্ষা কমিটির সদস্য সঞ্চিতা বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আহসান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম বাবলু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, প্রধান শিক্ষক যথাক্রমে হোসেন সোহরাওয়ার্দী, জাকের হোসাইন, উৎপল চৌধুরী, হাবিবুল্লাহ, সেলিনা নাসরিন, শারমিন উম্মে নাহার, আবদুল মান্নান, জহিরুল আলম, সহকারী শিক্ষক যথাক্রমে নাজিম উদ্দীন, কামরুল হাসান চৌধুরী, মো: নুরুল আনোয়ার, রূপক কান্তি ঘোষ, মোঃ সোলাইমান, নেজামুল ইসলাম, সুকোমল কান্তি পাল, হাসান আলী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলেদেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর