আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল নুর ফাউন্ডেশনের আয়োজনে নুর মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

Spread the love

আল নুর ফাউন্ডেশনের আয়োজনে নুর মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সিলেবাস ভিত্তিক শিক্ষার পাশাপাশি সঠিক প্রতিভার বিকাশে প্রতিযোগিতামূলজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তাহলে নিজেদের প্রতিভাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। এক্ষেত্রে প্রতি বছরের ধারাবাহিকতা রক্ষা করে আল নুর ফাউন্ডেশন নুর মেধাবৃত্তি আয়োজন করে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কাজে উৎসাহিত করা হয়। বক্তারা আলোচনায় আরো বলেন, আত্মশক্তিতে বলীয়ান হওয়া শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যত গঠনে সকল প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়।

এক্ষেত্রে অভিভাবকদের আরো সহযোগিতামূলক মনোভাব তাদের পাশে দাড়ানোর আহ্বান জানান। ১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় আল নুর কম্পিউটার সেন্টারের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ এম সাইফুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মেধাবৃত্তি বোর্ডের চেয়ারম্যান মোঃ রায়হানুল আনোয়ার রাহী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হান্নান চৌধুরী। সংগঠক মোহাম্মদ নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ। বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ আলোচক বিশিষ্ট কলামিস্ট ও লেখক মাওলানা দৌলত আলী খান,নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,দৈনিক সমাচার ফটিকছড়ি প্রতিনিধি মুফতি মামুন বশর ভূইয়া,তরুণ লেখক এম হোসাইন প্রমুখ। অভিভাবকদের উপস্থিতিতে মেধাবৃত্তিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিকট পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পরবর্তীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছ থেকে কৃতি শিক্ষার্থীরা পুরস্কার ও স্মারক গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর