চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে কেক কাটা, আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় দোহাজারী পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন যুগান্তর স্বজন সমাবেশ, চন্দনাইশ। অনুষ্ঠানে যুগান্তর প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান, নাহার বিল্ডার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, সমাজ সেবক নজরুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি লিয়াকত আলী, শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, জাফর আহমদ, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, দোহাজারী পৌরসভার প্যানেল মেয়র মাওলানা নাজিম উদ্দীন, মমতাজ বেগম লিলি, কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম, এসএম পহর উদ্দিন, আব্দুল আজিজ মাসুম, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ অভিভাবক সদস্য আনিসুর রহমান, কবি জাহাঙ্গীর আলম, সাংবাদিক এসএম রহমান, সাংবাদিক আবু তালেব আনচারী, এসএম রাশেদ, এম.ফয়েজুর রহমান, এম.এ হামিদ, আমিনুল ইসলাম রুবেল, সৈকত দাশ ইমন, হাজী শহিদুল ইসলাম, এসএএম মুনতাসির, আব্দুল আজিজ, ওমর ফারুক, ফয়সাল চৌধুরী, আমিন উল্লাহ টিপু, জসিম উদ্দিন হিরু, জাবের বিন রহমান আরজু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মী, শিক্ষক ও সুধীজন।
গুনগত মান এবং পত্রিকাটির সমৃদ্ধি ও সফলতা কামনা করে বক্তরা বলেন যুগান্তর ইতিমধ্যে সারাদেশের পাঠকের মনে জায়গা করে নিয়েছে । দেশ, জাতি এবং সাধারণ মানুষের কল্যাণে পত্রিকাটি অগ্রণী ভূমিকা রেখেছে । ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখবে যুগান্তর । এমনটাই প্রত্যাশা করছে যুগান্তরের স্বজন সমাবেশ ও আগত অথিতিরা । বক্তারা আরও বলেন, “দৈনিক যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের দাবী আদায়ের সংগ্রামে অবিচল ছিলো, আছে এবং থাকবে। ভবিষ্যতে যুগান্তরের পথচলা আরো সুন্দর হোক। সাধারণ মানুষের দাবী আদায়ে অটল থাকুক।”
Leave a Reply